ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের লড়ায়ে তীব্র প্রতিযোগিতা চলেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। শিরোপা নিষ্পত্তির জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে ভক্তদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল লিভারপুলও। তবে লিগের শেষ ম্যাচে দুই দলই জয় পাওয়ায় ম্যানসিটিকে হটিয়ে ট্রফি জেতা সম্ভব হয়নি লিভারপুলের।
উলভারহাম্পটনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা শতভাগ করেছে লিভারপুল। ম্যানসিটি হার কিংবা ড্র করলেই শিরোপা জিতে যেতো অলরেডসরা। কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ব্রাইটনকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখল পেপ গার্দিওলার দল।
উলভারহাম্পটনের বিপক্ষে জয়ের ম্যাচে লিভারপুলের হয়ে দুটি গোলই পেয়েছেন সাদিও মানে। ম্যাচের ১৭ মিনিটে তার গোলে লিড নেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে মানের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আনফিল্ডের ক্লাবটি।
চলতি মৌসুমে লিগে এ নিয়ে ২২ গোল হলো মানের। সমান সংখ্যাক গোলে গোল্ডেন বুটের দৌড়ে এতদিন এগিয়ে ছিলেন তার ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ