ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যচে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায়।
এর আগে, সিরিজের প্রথম মুখোমুখিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হয়। ফলে এই ম্যাচে জয় পেলেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। ফলে আগের ম্যাচে একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সাইফউদ্দিনের ইনজুরির কারণে আজকের একাদশে একটা পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে সাইফের পরিবর্তে রুবেল হোসেন কিংবা আবু জায়েদ রাহীর যে কোনো একজনকে একাদশে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১.সৌম্য সরকার
২. তামিম ইকবাল
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. মোহম্মাদ মিথুন
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. সাব্বির রহমান
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন/আবু জায়েদ রাহী
১০. মাশরাফি বিন মর্তুজা
১১. মুস্তাফিজুর রহমান
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৯/মাহবুব