চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলেছে মুম্বাই। বর্তমানে আনন্দে আত্মহারা মুম্বাই শিবির। চওড়া হাসি শচীন টেন্ডুলকার, মাহেলা জয়বর্ধনের মুখে। দীর্ঘ প্রায় দেড় মাসের লড়াই শেষে সেরার স্বীকৃতি পেল নীতা আম্বানির দল।
আর কারা কী পুরস্কার পেলেন? টুর্নামেন্টের সেরাই বা কে হলেন? চলুন জেনে নেওয়া যাক-
ইমার্জিং প্লেয়ার- কলকাতা নাইট রাইডার্সের শুভমান গিল।
ফেয়ার প্লে- সানরাইজার্স হায়দরাবাদ।
দ্রুততম হাফ সেঞ্চুরি- মুম্বাইয়ের হার্দিক পাণ্ডিয়া। ১৭ বলে ৫০ রান।
টুর্নামেন্টের পারফেক্ট ক্যাচ- মুম্বাইয়ের কায়রন পোলার্ড।
টুর্নামেন্টের স্টাইলিস্ট প্লেয়ার- কিংস ইলেভেন পাঞ্জাবের কে এল রাহুল।
টুর্নামেন্টের গেম চেঞ্জার- মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার।
টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার- কেকেআরের আন্দ্রে রাসেল।
টুর্নামেন্টের সুপার স্ট্রাইকার- কেকেআরের আন্দ্রে রাসেল।
অরেঞ্জ ক্যাপ- হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার। ৬৯২ রান।
পার্পল ক্যাপ- চেন্নাইয়ের ইমরান তাহির। ২৬ উইকেট।
বিডি-প্রতিদিন/তাফসীর