বিশ্বকাপের আশা শেষ হতে বসেছে পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের। বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা না হলেও আমির সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। সেখানে পারফর্ম করতে পারলে বিশ্বকাপের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনাও ছিল তার। কিন্তু চিকেন পক্সের কারণে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ২৭ বছর বয়সী এই তারকাকে।
ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে খেললেও দ্বিতীয় ম্যাচে ভাইরাসজনিত কারণে দলে ছিলেন না আমির। শরীরে চিকেন পক্স হওয়ায় মঙ্গলবার ব্রিস্টলের তৃতীয় ম্যাচেও থাকছেন না তিনি। সিরিজের চতুর্থ ওয়ানডে হবে শুক্রবার। সেই ম্যাচে যদি খেলতে না পারেন তবে বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ অসম্ভব হয়ে দাঁড়াবে আমিরের জন্য। সিরিজের শেষ ওয়ানডে হবে রবিবার।
আমির সুস্থ হয়ে কবে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ