অসাধারণ রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার এবং একমাত্র স্পিনার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় সাকিব আল হাসান।
আর ১ উইকেট পেলে ক্রিকেট বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রান ও ২৫০ উইকেটের স্বাদ পাবেন সাকিব। সাকিবের আগে এই তালিকায় নাম লেখান সনাৎ জয়াসুরিয়া, শহীদ আফ্রিদি, জ্যাক ক্যালিস ও আব্দুর রাজ্জাক। তবে পাঁচজনের মধ্যে দ্রুততম সময়ে এই ডাবল ছোঁয়ার অপেক্ষায় সাকিব।
ওয়ানডেতে ৫৬৬৭ রান করা সাকিব ওয়ানডে খেলেছেন ১৯৭টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ