২০১৯ আইপিএলের ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রিত বুমরাহ। তার কৃপণ বোলিংয়ের কারণেই রবিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে রেকর্ড চতুর্থতম শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারই জের ধরে টি-টোয়েন্টিতে বুমরাহকে বিশ্বসেরা বোলার বললেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
মুম্বাই ইন্ডিয়ান্সের আইকন টেন্ডুলকার, ‘জসপ্রিত বুমরাহ এই মঞ্চে (টি-টোয়েন্টি) বিশ্বসেরা বোলার।’ তিনি আরও বলেন, ‘রেকর্ড বিবেচনায় নিঃসন্দেহে বলা যায় টি-টোয়েন্টিতে সে (বুমরাহ) বিশ্বের সেরা বোলার, তার সেরাটা দেখানো এখনো বাকি, আশা করি।’
কেবল টেন্ডুলকর নন, ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থ যুবরাজ সিংও প্রশংসা করেছেন ২৫ বছর বয়সী বুমরাহকে, ‘বৈচিত্রময় বোলিংয়ের জন্য তার বল বোঝাটা খুব কঠিন। আমার দেখা ক্যারিয়ারে সে সেরা বোলিং করেছে।’
ফাইনালে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছন বুমরাহ। ২৪ বলের মধ্যে ডট দিয়েছেন ১৩টি। এমনকি চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান একটা বাউন্ডারিও হাঁকাতে পারেননি এই ভারতীয় পেসারের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ