চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বার্সেলোনা বাদ পড়ার পর এখন চলছে খেলোয়াড়দের মৌসুমে জুড়ে পারফরম্যান্সের বিশ্লেষণ। আলোচনায় এসেছেন লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেওয়া ফিলিপ কুতিনহোও। ৫৩ ম্যাচে ১১টি গোল করেছেন তিনি। এমন দুঃসময়ে কুতিনহোর আরও বিপদ বাড়ালো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি।
গত রবিবার স্প্যানিশ লা লিগায় গেটাফের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দল জিতেলেও ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। সদ্য পাওয়া এমন চোটের কারণে কোপা দেল’রের ফাইনালে কুতিনহোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাম হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ১০ দিনের মতো মাঠের বাইরে থাকা লাগতে পারে কুতিনহোকে। ফলে লিগের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে খেলা হচ্ছে না তার।
আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা কোপা দেল’রের ফাইনালে আগামী ২৫ মে মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ