ক্রোয়েশিয়া জাতীয় দলের সাবেক ফুটবলার ইগোর স্টিম্যাক ভারত জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
ফুটবলার হিসেবে ৫৩ বছর বয়সী এই তারকার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৯৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়া তৃতীয় হওয়া দলের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ৫৩ টি ম্যাচ।
২০১২-১৩ মৌসুমে ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর ইরানের ক্লাব সেফাহান ও সবশেষ আল শাহানিয়ার কোচ ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ