ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচে পিঠের বাঁ পাশের পেশির চোটের কারণে একাদশে নেই সাকিব আল হাসান।
শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনের ম্যালাহাইডে সিরিজের প্রথমবারের মতো টস জিতেন মাশরাফি বিন মর্তুজা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে ক্যারিবীয়রা।
সিরিজে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন মোহাম্মদ মিঠুন। এছাড়া লিটন দাসের জায়গায় সৌম্য সরকার, আবু জায়েদ রাহীর বদলে মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বদলে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, রেয়মন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন