ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইডে শুরু হবে ম্যাচটি।
এই সিরিজে দুইবার মুখোমুখি হয়ে প্রত্যেকবার ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজেওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। ফিরতি দেখায় উইন্ডিজকে ২৪৭ রানের মধ্যে আটকে রেখে বাংলাদেশ জয় পায় ৫ উইকেটে।
আজ আবারও মুখোমুখি দল দুটি। তাও আবার ফাইনালে। এবারও কী বাংলাদেশ অনায়াস জয় পাবে উইন্ডিজের বিপক্ষে? নাকি বাংলাদেশের ধারাবাহিকতা ভেঙে জয় ছিনিয়ে নেবে ওয়েস্ট ইন্ডিজ? এ সকল প্রশ্নের উত্তর মিলবে ম্যাচ শেষে। তবে আজকের এই দিন বাংলাদেশ দলের কাছে বিশেষ একটি দিন। শুধু ফাইনালের জন্য নয়, এর পেছনে রয়েছে অন্য আরেকটি কারণ।
মাশরাফি বিন মুর্তজার দল এমন এক দিনে প্রথম শিরোপার জন্য মাঠে নামছেন , যে দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক। কারণ এদিনই যে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। ১৯৯৮ সালের ১৭ মে ভারতের হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে এসেছিল প্রথম ওয়ানডে জয়টি। ২১ বছর পর সেই ১৭ মেতেই বাংলাদেশ নামবে নিজেদের প্রথম শিরোপাটির জন্য।
হায়দরাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে ১৯৯৮ সালের ১৭ মে কেনিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তখন বাংলাদেশ দলের অধিনায়ক আকরাম খান। দিবা-রাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেনিয়া।
নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৬ রান করে কেনিয়া। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ রফিক ৫৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট করে নেন খালেদ মাহমুদ সুজন এবং এমানুল হক মনি। ১ উইকেট নেন মোর্শেদ আলি খান। বাকি দুইজন ব্যাটসম্যান রানআউট।
২৩৬ রান সেই সময় অনেক রান। সেদিন আতহার আলি খানের সঙ্গে মোহম্মদ রফিক ওপেন করতে নেমে সবাইকে চমকে দেন। তবে ওপেনিংয়ে নেমে ৮৭ বলে ৭৭ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন রফিক। আতহার আলি খানের সঙ্গে ওপেনিং জুটিতে করেন ১৩৭ রানের জুটি।
রফিকের ইনিংসটাই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। আতহার আলি খান খেলেন ৪৭ রানের ইনিংস। ৫১ বলে ৩৯ রান করেন আকরাম খান। আমিনুল ইসলাম বুলবুল ২০ ও নাঈমুর রহমান দুর্জয় অপরাজিত থাকেন ৪ রানে। শেষ পর্যন্ত ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের নিজেদের ঐতিহাসিক জয়টি পায় বাংলাদেশ।
নিজেদের প্রথম শিরোপা জয়ের স্বপ্নপূরণের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ১০ বছর আগে ২০০৯ সালে মিরপুর স্টেডিয়ামে প্রথমবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হৃদয়ভাঙা ওই হারের পর গত ১০ বছরেও পূরণ হয়নি বহুজাতিক টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বপ্নস্বাদ। তিনটি এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ, নিদাহাস কাপের ছয়টি ফাইনালে খুব কাছে এসেও তীরে তরী ভেড়াতে পারেনি বাংলাদেশ। এবার সেই স্বপ্নপূরণের আশায় মাশরাফি বিন মর্তুজা বাহিনী। ২১ বছর আগে এই দিন বাংলাদেশ পেয়েছিল তাদের প্রথম জয়। ২১ বছর পর হবে কী ইতিহাসের পুনরাবৃত্তি? তবে প্রথম শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে ণামোবে টাইগাররা।
বিডি-প্রতিদিন/তাফসীর