আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই সাকিব আল হাসান। পিঠের বাঁ পাশের পেশির চোটের কারণে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
শুক্রবার ডাবলিনের ম্যালাহাইডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গত বছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন না সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন মোহাম্মদ মিঠুন। এছাড়া লিটন দাসের জায়গায় সৌম্য সরকার, আবু জায়েদ রাহীর বদলে মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বদলে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
সাকিবকে নিয়ে এর আগে অধিনায়ক মাশরাফি জানান, সাকিবকে ছাড়াই শিরোপা জয়ের বিশ্বাস আছে দলের।
তিনি বলেন, ‘সাকিব কত গুরুত্বপূর্ণ বা কত বড় ক্রিকেটার, সেটা আমার মুখ থেকে শুনতে হবে না। সাকিব বাংলাদেশের জন্য কী করে বা কত বড় ক্রিকেটার, সবাই জানে।
মাশরাফি আরও বলেন, “সাকিবকে ছাড়াও এই ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে ব্যাটিংয়ের সময় কোমরে টান পড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই টান নিয়ে আরও কিছু সময় ব্যাটিং করেন। কিন্তু ব্যথা মারাত্মক আকার ধারণ করলে ক্যারিয়ারের ৪২ নম্বর হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। সাকিব যখন মাঠ ছাড়ছিলেন, তখন চোখেমুখে ফুটে উঠেছিল যন্ত্রণা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন