ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শাই হোপ ওয়ানডে ক্যারিয়ারে ৬টি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে তিনটি পেয়েছেন বাংলাদেশ দলের বিপক্ষে।
এদিকে শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনের ম্যালাহাইডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টাইগারদের বিপক্ষে আরও একটি ফিফটি তুলে নিলেন ওয়েস্ট ইন্ডিজের এ ওপেনার। এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারে ৫৪তম ম্যাচে ১০ম ফিফটি তুলে নিয়ে সপ্তম সেঞ্চুরির পথে আছেন। ৬৮ রান নিয়ে অপরাজিত আছেন শাই হোপ।
ডাবলিনের ম্যালাহাইডে সিরিজের প্রথমবারের মতো টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ফাইনালের ম্যাচে হঠাৎ দেখা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২০.১ ওভার শেষে বিনা উইকেটে ১৩১ রান। ক্রিজে ৬৮ রান নিয়ে ব্যাট করছেন হোপ এবং ৫৯ রানে আছেন অ্যামব্রিজ।
সিরিজে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন