আবারো মানবিকতার দারুন দৃষ্টান্ত স্থাপন করলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার সংকটাপন্ন লোকজনকে ১৫ লাখ ডলার অনুদান দিয়েছেন।
রোনালদোর দেয়া প্রায় ১৪ কোটি টাকার এই অনুদানে চলতি রমজানে গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হলো। খ্যাতিমান এই ফুটবল তারকা বেশ কয়েকবার ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদো যত বড় খেলোয়াড়, তার চেয়েও বড় মনের মানুষ। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে এর আগেও অনেক সময় অনেককে সাহায্য করতে দেখা গেছে তাকে। তিনি ২০১২ সালে তার গোল্ডেন বুট নিলামে তুলে সংগ্রহ করা তহবিল দান করেছিলেন ফিলিস্তিনি শিশুদের।
বিডি-প্রতিদিন/শফিক