১৭ জুন, ২০১৯ ০৮:৫৯

বিশ্বের সবচেয়ে বড় ব্যাট তৈরির রেকর্ড ভারতের দখলে

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ব্যাট তৈরির রেকর্ড ভারতের দখলে

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে বড় ব্যাট তৈরির রেকর্ড এখন ভারতের দখলে। চেন্নাইয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাট উন্মোচন করা হলো। আর এই ব্যাট উন্মোচন করে এবারের বিশ্বকাপে নিজ দলকে ফেবারিট বলে দাবি করলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

এদিকে চলতি বিশ্বকাপে গতকাল রবিবার পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিলো ভারত। রোহিত শর্মার ১৪০ ও অধিনায়ক বিরাট কোহলির ৭৭ রানের দায়িত্বশীল ইনিংসে ভারতের দেওয়া ৩৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১২ রানে থামতে হয় পাকিস্তানকে। 

উল্লেখ্য, বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। চলতি বিশ্বকাপের আগে ভারতের সঙ্গে ছয়বারের দেখায় কখনোই জিততে পারেনি পাকিস্তান। গতকালের ম্যাচের পর পাকিস্তান ভারতের সঙ্গে সাত বারের সাক্ষাতে সাতবারই পরাজিত হয়েছে। 

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর