২৫ জুন, ২০১৯ ২১:২৬

খেলার মাঠ থেকে ইউটিউবেও সফল শোয়েব আখতার

অনলাইন ডেস্ক

খেলার মাঠ থেকে ইউটিউবেও সফল শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার কখনও গরম তো কখনও নরম। বিশ্বকাপে পাকিস্তান দলের খারাপ পারফরম্য়ান্সের পর অভিভাবকের মতে গর্জেছেন। আবার সেই দল যখন ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে কিছু কেরামতি দেখলে তালি দিতেও ভোলেননি শোয়েব আখতার। 

বিশ্বকাপের পরবর্তী ম্যাচ গুলোকে সামনে রেখে সরফরাজ বাহিনীদের দিয়েছেন মূল্যবান পরামর্শ। মাধ্যম হিসেবে ইউটিউবকে বেছে নিয়েছিলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। 

খুলেছিলেন নিজস্ব চ্যানেল। ইংল্যান্ড বিশ্বকাপের মধ্যে তা যে এত জনপ্রিয় হবে, তা হয়তো নিজেও বুঝতে পারেননি শোয়েব। কারোর কথায় নিছকই মজার ছলে নিজের ইউটিউব চ্যানেল খুলেন শোয়েব। 

আর সেই চ্যানেলই শুধু হিট নয়, মাত্র ১৩ দিনে ১০ লাখ সাবস্ক্রাইবারের মালিক হয়ে অন্যতম দ্রুততম হয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

খেলার মাঠেও তার সময়ে বিশ্বের দ্রুততম বোলার ছিলেন শোয়েব আখতার। খেলা ছাড়ার পরেও যে তার গতি এতটুকু কমেনি, তা আরও একবার প্রমাণ করলেন প্রাক্তন পাক পেসার। যেখানে ইউটিউবে কোনও ভিডিওয়ের মাসিক সাবস্ক্রাইবার দুই লাখের বেশি হওয়াই মুশকিল হয়, সেখানে রাউলপিণ্ডি এক্সপ্রেসের সাফল্যে অবাক হয়েছে খোদ ইউটিউবই।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর