Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ জুলাই, ২০১৯ ০৩:০৬

সানিয়া মির্জার বোনের মনে ঢেউ তুলেছেন আজহারপুত্র আসাদ

অনলাইন ডেস্ক

সানিয়া মির্জার বোনের মনে ঢেউ তুলেছেন আজহারপুত্র আসাদ

প্রেমের ফুল কোথায় কখন ফোটে, তা কে বলতে পারে! তবে গুজব শোনা যাচ্ছে, প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদের প্রেমে নাকি পড়েছেন টেনিস তারকা সানিয়া মির্জার বোন ফ্যাশন ডিজাইনার আনম মির্জা। ঘনিষ্ঠ সূত্রে খবর, ইদানিং পরস্পরের সঙ্গে চুটিয়ে ডেটিং করছেন যুগল।

২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদে আকবর রশিদের সঙ্গে বিয়ে হয়েছিল আনমের। কিন্তু দেড় বছর পেরোতেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় এই দম্পতি। তারপর থেকে নিজের স্টাইলিং ব্র্যান্ড ‘লেবেল বাজার’ নিয়েই ব্যস্ত হয়ে পড়েন আনম। টেনিস তারকা বোন সানিয়া মির্জাকে বিভিন্ন ইভেন্টের জন্য স্টাইল করার দায়িত্বও নিজের কাঁধে তিনি তুলে নিয়েছেন বরাবর।

বিয়ে ভেঙে যাওয়ার পর কিছু দিন আত্মমগ্ন ছিলেন। তবে আনমের জীবনে নতুন প্রেম নিয়ে এসেছেন আসাদ। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে হামেশাই নিজের ছবি পোস্ট করে আসাদ ক্যাপশন লিখছেন, ‘উইথ মাই বেটার হাফ।’

গত ২৪ ফেব্রুয়ারি আনমের জন্মদিনে তার রোমান্টিক শুভেচ্ছা, ‘আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর মানুষকে তার জন্মদিনে শুভেচ্ছা।’

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য