২১ জুলাই, ২০১৯ ১৬:৩৩

শিরোপা জিতলেন পাকিয়াও

অনলাইন ডেস্ক

শিরোপা জিতলেন পাকিয়াও

যুক্তরাষ্ট্রের কিথ থারম্যানকে হারিয়ে ডব্লিউবিএ সুপার ওয়েল্টার-ওয়েট শিরোপা জিতেছেন ফিলিপাইনের ম্যানি পাকিয়াও। যদিও ১২ রাউন্ডের এ লড়াইতে বিভক্ত রায়ে জয় নিশ্চিত হয় প্যাক-ম্যান’র।

ক্যারিয়ারে ৭০টি ম্যাচে ৬১ জয় এবং ৭ হার ফিলিপাইন বক্সারের। আর ২৯টি ম্যাচ খেলে কোনো হারের মুখ দেখেননি মার্কিন বক্সার। এর মধ্যে নকআউট ২২টি! পাকিয়ার’র জয়ের পাল্লা ভারীর বিপরীতে থারম্যানের চোখ ছিল অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখা।

পাকিয়াও’র বয়স ৪০-এর তুলনায় থারম্যানের ৩০ বছর এবং উচ্চতার কারণে সুবিধাজনক অবস্থানে ছিলেন ‘ওয়ান টাইম’। কিন্তু যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় লড়াই শুরু হলে এগুলোকে পাত্তা দেননি কোনো বক্সারই।

প্রথম রাউন্ডের থারম্যানকে নকড ডাউন করেন পাকিয়াও। তবে সময় গড়ানোর সঙ্গে লড়াইতে বেড়েছে ঝাঁঝ, পেয়েছে নতুন মাত্রা। পঞ্চম রাউন্ডে পাকিয়াওয়ের পাঞ্চের ফলে নাক দিয়ে রক্তক্ষরণ হয় থারম্যানের।

বিডি প্রতিদিন/২১ জুলাই, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর