স্প্যানিশ ফুটবল লিগে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি একই শহরের দুই জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে গোল আদায় করতে পারেনি কোনো দল।
ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো। দিয়েগো কস্তার পাস থেকে বল পেয়ে জো ফেলিক্স এগিয়ে যান ডি বক্সের ডান দিকে। এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে ডান পায়ের শট করলে তা বাম পাস দিয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হয়। দুই মিনিট পর রিয়ালের গ্যারেথ বেল গোলের সুযোগ নষ্ট করেন। ৩৯ মিনিটে ফেলিক্সের ডান পায়ের জোড়াল শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে পায়নি। ৪১ মিনিটে ডি বক্সের বাহির থেকে টনি ক্রুসের নেওয়ার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন অ্যাতলেটিকো গোলরক্ষক জন ওব্ল্যাক।
বিরতির পর ৫৭ মিনিটে নাচোর বাড়ানো বল ডি বক্সের মধ্যে ফাঁকা পেয়েও গ্যারেথ বেল লক্ষ্যভ্রস্ট শট করেন। ৭২ মিনিটে কর্নার থেকে অ্যাতলেটিকোর সাউলের একটি হেড গোল বারে ওপর দিয়ে চলে যায়। তবে ৭৫ মিনিটে নাচোর একটি ক্রস দারুণভাবে লাফিয়ে উঠে হেড দেন করিম বেনজিমা। নিশ্চিত একটি গোল থেকে অ্যাতলেটিকোকে রক্ষা করেন ওব্ল্যাক।
শেষ পর্যন্ত গোলশূন্য ড্র দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই মাদ্রিদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ