ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
ক্যারিবীয় মেয়েদের আসন্ন ভারত সফরের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এর আগে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে গাস লগির নাম ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফে আরও আছেন গায়ানার সাবেক ব্যাটসম্যান রায়ান গ্রিফিথ।
গত বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার চুক্তির মেয়াদ না বাড়ালে দেশে ফিরে যান ওয়ালশ। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্বে ছিলেন দেশটির কিংবদন্তি এই পেসার।
বিডি প্রতিদিন/কালাম