জাতীয় দল থেকে ১ বছরের জন্য দূরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পরিবারকেই সময় দিচ্ছেন তিনি। সম্প্রতি একমাত্র মেয়ে আলাইনার চতুর্থ জন্মবার্ষিকী পালন করেছেন। সে ছবি দিয়েছেন ফেসবুকে।
মেয়ের ছবির পোস্ট করে সাকিব লিখেছেন, 'চতুর্থ জন্মবার্ষিকীর শুভেচ্ছা আমার জীবন! তুমিই আমার জীবনের আলোকরশ্মি, আমার জীবনে ঘটা সেরা ঘটনা! বিশ্বের অন্য যে কোনো কিছুর চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি।'
২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছিল আলাইনা। মেয়ের সঙ্গে সময় কাটাতে বরাবরই ভালোবাসেন সাকিব। নানা সময় পোস্ট করা বাবা-মেয়ের ছবিগুলো অন্তত তাই বলে।
বিডি প্রতিদিন/ফারজানা