হারের বৃত্ত থেকে বের হতে পারছে না আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও পাত্তা পায়নি আফগানরা। এভিন লুইসের ঝড়ো ব্যাটিং আর কাইরন পোলার্ডের অলরাউন্ড পারফরম্যান্সে ৩০ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্ণৌতে বৃহস্পতিবার রাতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪১ বলে ৪ চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৬৮ রান করেন লুইস। পাঁচ নম্বরে নেমে ২২ বলে ২ চার ও এক ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন পোলার্ড।
আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব নেন সর্বোচ্চ ২ উইকেট। অধিনায়ক রশিদ খান চার ওভারে ৩৪ রান দিয়ে পান এক উইকেট।
লক্ষ্য তাড়ায় ৭ রানেই ২ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় আফগানিস্তান। এরপর ৪৮ রানের একটা জুটি গড়েছিলেন হযরতউল্লাহ জাজাই ও আসগর আফগান। কিন্তু এ জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। আফগানরা ২০ ওভারে ৯ উইকেটে করতে পারে ১৩৪ রান।
সর্বোচ্চ ২৭ রান আসে নজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে। আসগর ২৫ ও জাজাই করেন ২৩ রান। ১৫ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন ফরিদ আহমেদ।
চার ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার কেশরিক উইলিয়ামস। অধিনায়ক পোলার্ড ১৭ রানে নেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনিই।
একই মাঠে শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
বিডি প্রতিদিন/কালাম