ইংল্যান্ড বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন। এর পর থেকেই তিনি দলের বাইরে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেও তাকে দেখা যাবে না। তাহলে বুমরা ফিরছেন কবে!
প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরেই ফিরবেন বুমরাহ। আর সেই জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত রাখার কাজটা শুরু করে দিয়েছেন এই ভারতীয় পেসার।
বুমরাহ এখন প্র্যাকটিসের আপডেট নিয়মিত শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে নেটে একটি ভাঙা উইকেট! বোঝাই যাচ্ছে, বুমরাহ'র গতির জোরে ভেঙে গিয়েছে সেই স্টাম্প। বুমরাহ সেই ছবির নিচে লিখেছেন- সেশন ও স্টাম্প, দুটোই শেষ।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। ২৪ জানুয়ারি ২০২০ থেকে শুরু টি-২০ সিরিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ