আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি দুই বছরের মধ্যে স্প্যানিশ ক্লাস বার্সেলোনা ছেড়ে যাবেন বলে খবর প্রকাশ করেছে মার্কা।
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বার্সেলোনায় ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছেন মেসি। তারই অংশ হিসেবে নেইমারকে মেসি জানিয়েছেন তার বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা।
বর্তমানে পিএসজির হয়ে খেলা নেইমারকে উদ্দেশ্য করে মেসি বলেছেন, আমরা একসঙ্গে চ্যাম্পিয়ন লীগ জিততে পারি। দুই বছরের মধ্যে আমি বার্সেলোনা ছেড়ে যাব। তখন তুমি আমার জায়গা নিতে পারো।
বিডি প্রতিদিন/ফারজানা