চ্যাম্পিয়ন্স লিগে ১৫ মিনিটে ৪ গোল করে ইতিহাস গড়লেন তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি। রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে মোট ছয় গোল করে বায়ার্ন মিউনিখ।
আর ৫৩ মিনিট থেকে ৬৭ মিনিটের ব্যবধানে একাই চারটে গোল করেন বায়ার্নের রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়ন্স লিগে এত কম সময়ের ব্যবধানে টানা চারটে গোল করার নজির এখন এই পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কির দখলেই।
এদিন রেড স্টার বেলগ্রেডকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে বাকি দুটি গোল করেন গোরেতকা আর তোলিসো।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ