টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে অপ্রতিরোধ্য স্টিভ স্মিথ। তবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে সফল না হওয়ায় এবার নিজেকে শাস্তি দিলেন এই অজি তারকা।
প্রথম টেস্টের শেষে টিম বাস ধরেননি স্মিথ। পরিবর্তে তিনি গাব্বা স্টেডিয়াম থেকে ৩ কিলোমিটার পথ দৌড়ে টিম হোটেলে ফেরেন। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় এই ভাবে তিনি নিজেকে শাস্তি দিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, স্মিথ এমনই। সেঞ্চুরি করলেন তিনি শান্ত থাকেন, খুশি হন। নিজেকে উপহার দেন। আর রান না পেলেই বিভিন্ন ভাবে নিজেকে শাস্তি দেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অজি তারকা বলেন, “রান না পেলে আমি দৌড়তে শুরু করে দিই বা জিমে গিয়ে ঘাম ঝরাই।’’
রান পেলে কী করেন স্মিথ? সাংবাদিকদের তিনি বলেন, ‘‘রান পেলে রাতে আমি নিজেকে চকোলেটের বড় বার উপহার দিয়ে থাকি।’’ স্মিথের কাছে সেঞ্চুরি হল পাশ মার্কস। সেঞ্চুরি পেলে তিনি খুশি। আর কোনও কারণে রান না পেলেই নিজেকে কঠিন শাস্তি দিতে পিছপা হন না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ