আগের দিনই পরাজয় উঁকি দিচ্ছিল আফগানিস্তানের দরজায়। তৃতীয় দিন বেশিক্ষণ দাঁড়াতেই পারল না আফগানরা। জয়ের আনুষ্ঠানিকতা সারতে ওয়েস্ট ইন্ডিজের লাগল মাত্র ৬২ মিনিট। দাপুটে পারফরম্যান্সে লক্ষ্ণৌ টেস্টে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ক্যারিবীয়রা।
একমাত্র এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিন শুরু করেছিল আফগানিস্তান। মাত্র ১১ রান তুলতেই বাকি ৩ উইকেট হারায় আফগানরা। সবকটি উইকেটই নেন অধিনায়ক জেসন হোল্ডার। আগের দিন ৩টি করে উইকেট নেন রাকিম কর্নওয়াল ও রোস্টন চেজ।
প্রথম ইনিংসে ৯০ রানের লিড পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩১ রানের। ক্রেইগ ব্রাফেটের উইকেট হারিয়ে ৬.২ ওভারেই সেটি ছুঁয়ে ফেলে ক্যারিবীয়রা। ১৬ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন জন ক্যাম্পবেল।
মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ম্যাচে ১০ উইকেট নেওয়া কর্নওয়াল হয়েছেন ম্যাচ সেরা। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় বোলার ও প্রথম স্পিনার হিসেবে উপমহাদেশের মাটিতে টেস্ট ম্যাচে ১০ উইকেট পেলেন ‘মাউন্টেন ম্যান’ খ্যাত এই অফ স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৮৭ ও ১২০
ওয়েস্ট ইন্ডিজ: ২৭৭ ও ৩৩/১
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
বিডি প্রতিদিন/কালাম