ক্রিকেটে স্কুপ শট বেশ জনপ্রিয়। বিভিন্ন ক্রিকেটার এটার প্রয়োগ ঘটান নানা ভঙ্গিতে। তবে নিউজিল্যান্ডের নিল ব্রুম শুক্রবার যেভাবে ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিরুদ্ধে ওটাগোর হয়ে এই শট মেরেছেন, তাতে অবাক ক্রিকেটমহল।
একসময় স্কুপ শটকে জনপ্রিয় করে তুলেছিলেন জিম্বাবুয়ের ডগলাস মারিলিয়ের। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ভারতের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচে এই শটের সফল প্রয়োগে চমকে দিয়েছিলেন সবাইকে। তিনি জহির খান থেকে গ্লেন ম্যাকগ্রাসহ সকল বোলারের বিরুদ্ধেই স্কুপ মেরেছিলেন। তার পর শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এই শট মারতেন নিয়মিত।
শুক্রবার ৩৬ বছর বয়সি নিল ব্রুম এই শটকেই অন্য মাত্রা দিলেন। ওয়েলিংটনের হামিশ বেনেটের স্লোয়ার বাউন্সারে লাফিয়ে উঠে স্কুপ শট মারেন তিনি। সাধারণত এই শট খেলা হয় জমিতে এক হাঁটু রেখে। কিন্তু ব্রুম একেবারেই অন্য ভাবে মারলেন এই শট। ১২৭ বলে তিনি করেন ১১২। তার ইনিংসই নির্ধারিত ৫০ ওভারে ওটাগোকে ২৬২ রানে পৌঁছে দেয়। এই ম্যাচ দুই রানে জেতে তারা।
Seen anything like this before?
Neil Broom used every part of the ground to reach his 112 against the @wgtnfirebirds ⚡️⚡️#cricketnation #OurOtago #FordTrophy pic.twitter.com/ABHa3QUybv
— Otago Cricket (@OtagoVolts) November 29, 2019
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন