ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে না আসলে দলের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাছে তার শাস্তির আবেদন করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দলটির টিম ডিরেক্টর জালাল ইউনুস বলেছেন, গেইল ড্রাফটের ব্যাপারে অবগত ছিলেন। যদি তিনি না আসেন তবে ড্রাফট থেকে আমরা অন্য খেলোয়াড়কে দলে নেব। তবে আমি মনে করি, শৃঙ্খলা রক্ষার জন্য বিসিবির এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।
বিপিএলের ড্রাফট থেকে ক্যারিবীয় ক্রিকেট তারকা গেইলকে কিনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে এটি নিয়ে বিস্ময় প্রকাশ করে বক্তব্য দেন গেইল। তার দাবি, তিনি এ ড্রাফটের বিষয়ে কিছুই জানেন না।
অন্যদিকে বিসিবির দাবি, নিয়ম মেনেই গেইলকে দলে নেওয়া হয়েছে। এমনকি তার এজেন্টের পাঠানো ডকুমেন্টে গেইলের স্বাক্ষর রয়েছে বলেও জানিয়েছে বিসিবি।
বিডি প্রতিদিন/ফারজানা