চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসদের জার্সিতে দুর্দান্ত খেলতে থাকা এই উরুগুইয়ান মিডফিল্ডার ফেডে ভালভার্দের সঙ্গে ২০২৫ সাল পযর্ন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৭৫০ মিলিয়ন ইউরো।
দ্বিতীয় মেয়াদে সান্তিয়াগো বার্নাব্যুতে এসে ভালভার্দেকে আবিষ্কার করেছেন জিনেদিন জিদান। ইতোমধ্যে মধ্যমাঠে নজরকাড়া ফুটবল উপহার দিয়ে জিজুর আস্থার জায়গা তৈরি করেছেন এই ২১ বছর বয়সী মিডফিল্ডার। এর আগে রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের হয়ে খেলতেন তিনি।
ভালভার্দের সাড়ে ছয় বছরের চুক্তির পাশাপাশি বড় অঙ্কের রিলিজ ক্লজ এটাই বুঝিয়ে দেয় যে, নতুন তারকাকে নিয়ে বড় পরিকল্পনা আছে রিয়ালের। এছাড়া অলহোয়াইটরা ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর সঙ্গেও দীর্ঘ সময়ের চুক্তি নবায়ন করতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ