লিওনেল মেসিকে প্রায়ই পেলে, দিয়েগো ম্যারাডোনা এবং রোনাল্ডোর সঙ্গে তুলনা করা হয়। কিন্তু বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিও বার্তমেউ কোনো তুলনায় না গিয়ে মেসিকেই সর্বকালের সেরা হিসেবে অভিহিত করলেন। শুক্রবার বার্সেলোনার ১২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাক্ষাৎকারে তিনি মেসিকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করেন।
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটকে বার্তমেউ বলেন, ‘নিঃসন্দেহে মেসিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। সে বিশ্ব ফুটবলে বিশাল অবদান রেখেছে। বার্সার মতো এত সাফল্য বিশ্বের আর কোনো ক্লাব পায়নি। আর এটা সম্ভব হয়েছে এমন একজন খেলোয়াড়ের জন্য যে ছয়টি গোল্ডেন বুট কিংবা পাঁচটি ব্যালন ডি’অর পুরস্কার ঘরে তুলেছে।’
বার্সা আরও প্রেসিডেন্ট বলেন, ‘সে (মেসি) একেবারেই ভিন্ন একজন খেলোয়াড়, যে একাই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে এবং অবিশ্বাস্য কিছু মুহূর্তের জন্ম দিতে পারে। এটা আমাদের আরও বৈশ্বিক হতে সাহায্য করেছে এবং অন্য সময়ের সঙ্গে তুলনা করলে, এটা আমাদের শক্তিশালী একয়াট যুগ এনে দিয়েছে এবং এই দল আর মেসির এই যুগকে আমরা রূপান্তরিত করব।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ