বরুশিয়া ডর্টমুন্ডের গত বুধবার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেস জুটির অসাধারণ পারফরম্যান্সে এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয়েছে কাতালান জায়ান্টদের।
এদিন ক্যাম্প ন্যুয়ে ম্যাচের ২৯তম মিনিটে মেসির পাসে গোলের উদ্বোধন করেন সুয়ারেস এবং ৪ মিনিট বাদেই প্রতিদান হিসেবে মেসির গোলে অবদান রাখেন উরুগুইয়ান স্ট্রাইকার। আর অতি গুরুত্বপূর্ণ এই জয়ের মধ্য দিয়ে দুই বন্ধু মিলে গড়েছেন নতুন এক মাইলফলক।
বার্সেলোনার জার্সিতে মেসি ও সুয়ারেসের সম্মিলিত গোল এখন ৮০০টি। কাতালানদের হয়ে ৭০০তম ম্যাচ খেলা মেসি ক্লাবের হয়ে ৬১৩ গোল করেছেন। অন্যদিকে ২০১৪ সালে যোগ দেওয়ার পর বার্সার হয়ে ২৬২ ম্যাচ খেলা সুয়ারেসের গোল ১৮৭টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ