৯ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৭

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভালো নয় : ইনজামাম

অনলাইন ডেস্ক

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভালো নয় : ইনজামাম

ইনজামাম উল হক

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সদ্য সাবেক প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেছেন, ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভালো নয়। আমাদের দেশে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ভালো মানের মাঠ এবং উইকেট নেই। এটাই বড় সমস্যা। অন্য দেশের ঘরোয়া ক্রিকেটাররা যা পারিশ্রমিক পান আমাদের দেশে তার অর্ধেকও পান না।

পাকিস্তান ক্রিকেটের উন্নতির না হওয়ার পেছনে আর্থিক সমস্যাই বড় বাধা বলেও মনে করেন তিনি।

সম্প্রতি স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটের উন্নতিতে করণীয় সম্পর্কে এসব কথা বলেন ইনজামাম হক। 

তিনি বলেন, একজন স্থানীয় ক্রিকেটার মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বেতন পায়। অন্যদিকে তাকে একটি ব্যাট কিনতে ৬০ হাজার টাকা খরচ করতে হয়। ক্রীড়া সরঞ্জাম এতো ব্যয়বহুল হলে কিভাবে ক্রিকেটের উন্নয়ন হবে। তাই আমার মনে হয় ক্রিকেটের উন্নতিতে আর্থিক সমস্যাই বড় বাধা।

উল্লেখ্য, পাকিস্তানের জার্সি গায়ে ৪৯৮ ম্যাচ খেলে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে ২০ হাজার ৫৬৯ সংগ্রহ করেছেন ইনজামাম। বর্তমান সময়ে পাকিস্তান দলের এমন হতাশাচ্ছন্ন পারফরম্যান্স খুশি নন তিনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর