১১ ডিসেম্বর, ২০১৯ ১০:২৬

ইতিহাস গড়লেন বার্সার ফাতি

অনলাইন ডেস্ক

ইতিহাস গড়লেন বার্সার ফাতি

ইতিহাস গড়লেন আনসু ফাতি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা এখন বার্সেলোনার তরুণ এই ফরোয়ার্ড।

সান সিরোতে মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। দলের জয়সূচক দ্বিতীয় গোলটি করেন ফাতি।

ম্যাচের ৮৫ মিনিটে তাকে বদলি হিসেবে নামান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। পরের মিনিটেই বক্সের সামনে থেকে নিচু শটে গোল করেন তিনি।

১৭ বছর ৪০ দিন বয়সে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ফাতি। তিনি ভেঙেছেন প্রায় ২২ বছরের রেকর্ড। ১৯৯৭ সালে অলিম্পিয়াকোসের হয়ে ১৭ বছর ১৯৪ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে গোল করেছিলেন পিটার ওফোরি-কুইয়ে।

গত আগস্টে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ফাতির। একই মাসে ওসাসুনার বিপক্ষে গোল করে লা লিগায় বার্সার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়লেন চ্যাম্পিয়নস লিগে।

বিডি প্রতিদিন/কালা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর