১২ ডিসেম্বর, ২০১৯ ০৬:০৮

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানি পেসারদের দাপট

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানি পেসারদের দাপট

দীর্ঘ এক দশক পরে পাকিস্তানের মাটিতে ফিরল টেস্ট ক্রিকেট। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানি ভূ-খণ্ডে টেস্ট ক্রিকেট তো দূরের কথা, সেই অর্থে প্রথম সারির কোনও দল আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পা দেয়নি। বাধ্য হয়েই নিরপেক্ষ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হতো পাকিস্তানকে। অবশেষে আক্ষরিক অর্থেই নিজ ভূমিতে পরবাসী তকমা ঘুচল পাকিস্তান ক্রিকেট দলের।

ঘরের মাঠে পাকিস্তান শেষবার টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এক দশক পর সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই আবার নিজেদের ডেরায় টেস্ট খেলতে নামল তারা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিংহলিদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে অবশ্য এগিয়ে রাখা গেল না পাকিস্তানকে। আবার শ্রীলঙ্কাও চালকের আসনে রয়েছে এমনটাও বলা যাবে না।

এদিন টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা দারুণ করলেও দ্বিতীয় সেশনে পর পর উইকেট হারিয়ে ম্যাচের রাশ হাতছাড়া করে তারা। মন্দ আলোয় দিনের খেলা নির্ধারিত সময়ের অনেক আগে শেষ হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৬৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রান করে। 

পাকিস্তানের হয়ে কিশোর পেসার নাসিম শাহ নিয়েছেন ২ উইকেট। এছাড়া মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান সিনওয়ারি নেন ১টি করে উইকেট।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর