আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের মুহূর্তটাকে জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না ডোয়েন ব্র্যাভো। চার বছর পর ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপিয়েই হারের মুখ দেখতে হল ব্র্যাভোকে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-২০ সিরিজের শুরুতেই আইরিশদের কাছে পরজয় স্বীকার করতে হল ক্যারিবিয়ানদের।
গ্রেনাদার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলারে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় আয়ারল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। অল্পের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন অপর ওপেনার কেভিন ও’ব্রায়েন। ব্র্যাভো অবশ্য কাম ব্যাক ম্যাচে নজরকাড়া বোলিং করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রানে আটকে যায়। এভিন লুইসের লড়াকু হাফ-সেঞ্চুরি ব্যর্থ হয়। যদিও ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালান। তবু জয়ের লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়নি তাদের পক্ষে।
শেষ ২ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্রেগ ইয়ং ১৯ তম ওভারে মাত্র ৩ রান খরচ করে ১টি উইকেট কুলে নেন। শেষ ওভারে জিততে হলে ক্যারিবিয়ানদের তুলতে হতো ১৩ রান। শেষ বলে তাদের দরকার ছিল ৫। ১টি ছক্কাসহ শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৮ রান। দু’টি উইকেটের পতন হয় তাদের। ফলে জয়ের কাছে এসেও থেমে যেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
আইরিশদের পক্ষে পল স্টার্লিং ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৯৫ রান করে ম্যাচের সেরা হন। ও’ব্রায়েন করেন ৩২ বলে ৪৮ রান। ব্র্যাভো ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ব্যাট হাতে ব্র্যাভো করেন ৯ রান। লুইস ৫৩, পোলার্ড ৩১ ও নিকোলাস পুরান ২৬ রান করে আউট হন। ২৯ রানে ৩টি উইকেট নেন লিটল।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ