১২ বছর পর পাকিস্তান সফরে গিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরিজ উপহার দিয়েছে বাংলাদেশ। তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহরা।
শেষ ম্যাচে জিতলে অবশ্য পরাজয়ের ক্ষতে কিছুটা প্রলেপ পাবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে একাদশে রিজার্ভের কয়েকজনকে সুযোগ দিতে চান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।
তৃতীয় জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই, কিভাবে শেষ ম্যাচটিতে যাব। সম্ভবত রিজার্ভের কয়েকজনকে খেলানোর চেষ্টা করবো, তবে আমাদের দরকার ভালভাবে ফিরে আসা এবং শেষ ম্যাচে জয় তুলে নেওয়া।’
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৭ জানুয়ারি, লাহোরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ