জোফরা আর্চারের এবারের আইপিএল খেলা হচ্ছে না। চোটের জন্য ২০২০ আইপিএল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার। বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। কনুইয়ের চোটের জন্য প্রায় তিন মাস মাঠের বাইরে থাকবেন আর্চার।
আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল আর্চারের। কিন্তু কনুইয়ের চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন ডানহাতি ইংল্যান্ড পেসার।
ইসিবি'র পক্ষ থেকে এক বিবৃতিতে ভারতীয় বোর্ডকে জানানো হয়েছে, ইংল্যান্ড ফাস্ট বোলার জোফরা আর্চার শ্রীলঙ্কা সফর ও ২০২০ আইপিএল থেকে ছিটকে গেছেন। বুধবারই তার ডান কনুইয়ে স্ক্যান করা হয়। ওর স্ট্রেস ফ্যাকচার রয়েছে। ফলে আর্চার ইসিবি'র মেডিকেল টিমের তত্ত্ববধানে রি-হ্যাবে থাকবে। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে ওকে ফিট করার চেষ্টা হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে একটি মাত্র ম্যাচ খেলেছেন আর্চার। তারপর চোটের জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি। আইপিএল-এর পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন আর্চার। তার পরিবর্তে শ্রীলঙ্কা সফরে ল্যাঙ্কাশায়ারের সাকিব মাহমুদকে দলে নিয়েছে ইংল্যান্ড।
জন্মসূত্রে বার্বেডোজের এই পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইংল্যান্ডের হয়ে। গত বছর অ্যাশেজে লর্ডসে টেস্ট অভিষেক হয় আর্চারের। জার্সিতে এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৭টি টেস্ট, ১৪টি ওয়ানডে এবং এবং একটি টি-২০ ম্যাচ খেলেছেন।
তবে আর্চারের আইপিএল অভিষেক হয় ২০১৮ সালে। প্রথম মৌসুমেই ১০টি ম্যাচে ১৫টি নিয়েছিলেন তিনি। গত মৌসুমে নিয়েছিলেন ১১টি উইকেট। অর্থাৎ এখনও পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ২১টি ম্যাচে ২৬টি উইকেট রয়েছে আর্চারের দখলে।
বিডি প্রতিদিন/আরাফাত