৫ ফেব্রুয়ারি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৫ বছরের জন্মদিন। সেই উপলক্ষেই প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ তাকে উপহার দিলেন লাল রিবনে বাঁধা মার্সেডিজ AMG G63 মডেলের একটি বিলাসবহুল গাড়ি।
এদিন ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়ার ও প্রেমিকা রদ্রিগেজের সঙ্গে একটি 'CR7' লেখা বিশাল কেক কাটেন রোনালদো।
ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন জুভেন্টাসের ফরওয়ার্ড খেলোয়াড়। মুখে চওড়া হাসি নিয়ে থাম্বস আপ দেখিয়ে রোনালদো ছবির ক্যাপশন করেছেন, 'এটা আমার জন্মদিন সেলিব্রেট করার সময়। ধন্যবাদ প্রেম এমন অসাধারণ উপহার দেওয়ার জন্য।'
রেস্তোরাঁয় ঢোকার আগে অবস্য রোনালদোকে ঘিরে উন্মাদনায় ফেটে পড়েন ফ্যানেরা। সঙ্গে তাঁকে সারপ্রাইজ দিতে প্রস্তুত ছিলেন তাঁর কয়েকজন বন্ধুও। জর্জিনাও নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, 'শুভেচ্ছা আমার জীবনের পুরুষকে।...'।
বুধবারের জন্মদিনে রোনালদোকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থরাও। প্রাক্তন দলের খেলোয়াড়েরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ