দক্ষিণ আফিকা ও ইংল্যান্ডের একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরম্যান্স করেন টেম্বা বাভুমা। কিন্তু কিছু ক্রিকেট সমর্থক পড়েছেন তাঁর গায়ের রঙ নিয়ে। নিউজিল্যান্ডে প্রথম একদিনের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ৯৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন বাভুমা। আর গুরুত্বপূর্ণ ইনিংস খেলে উঠেই সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান।
বাভুমা বললেন,'' আমি একা নই, যে কোনও ক্রিকেটারকে কখনও না কখনও দলের বাইরে থাকতে হয়। প্রতিটা ক্রিকেটার ক্যারিয়ারে এমন সময়ের মধ্যে দিয়ে যায় যখন রান আসে না। দুঃসময় চলে। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা কঠিন। কারণ আমি বাদ পড়লেই গায়ের রঙ নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি কৃষ্ণাঙ্গ। এটাই আমার গায়ের রঙ। এটার সঙ্গে ক্রিকেটের কী সম্পর্ক আমি জানি না।''
বিডি প্রতিদিন/ ওয়াসিফ