কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের পর জায়ান্ট দল বার্সেলোনাও বিদায় নিল। কিকে সেতিয়েনের শিষ্যরা অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে।
বৃহস্পতিবার বার্সাকে আতিথেয়তা জানায় বিলবাও। তবে পুরো ম্যাচে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কাতালানরা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে উইলিয়ামসের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সেই সঙ্গে আসরটির সেমিফাইনালও নিশ্চিত করল বিলবাও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ