ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৩ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ।
দলের এমন দুঃসময়ে নাজমুল হাসান শান্তকে নিয়ে বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু বিপদটা না কাটতেই দলীয় ৬২ রানের মাথায় উইকেটে সেট হয়ে শাহীন আফ্রিদির বলে উইকেটরক্ষক রিজওয়ানকে ক্যাচ দিয়ে বসেন টাইগার অধিনায়ক।
৫৯ বলে ৫ চারে ৩০ রান করে সাজঘরে ফিরেছেন মুমিনুল। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯২ রান জমা করেছে বাংলাদেশ। ক্রিজে শান্ত (৪১) ও মাহমুদউল্লাহ (১৭)।
এর আগে অভিষেক টেস্ট খেলতে নেমে দিনের শুরুতে শাহীন আফ্রিদির বলে ব্যক্তিগত শূন্য রানে আউট হন সাইফ। দলের অন্যতম ভরসা তামিম ৫ বলে ৩ রান করে মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন।
দীর্ঘ ১৬ বছর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমুনিল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ ও এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক) বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি নাসিম শাহ।
বিডি প্রতিদিন/কালাম