প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৯৫ রান। এই সেশনে ফিরে গিয়েছিলেন সাইফ হাসান, তামিম ইকবাল ও মুমিনুল হক। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও তিন উইকেট পড়েছে বাংলাদেশের। এই সেশনে বিদায় নেন শান্ত, মাহমুদউল্লাহ ও লিটন দাস। ৬ উইকেটে ১৭২ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে মোহাম্মদ মিথুন ও তাইজুলের ব্যাটে লড়ছে টাইগাররা। ইতোমধ্যে দলীয় ২০০ রান পার করেছে মুমিনুল হকের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২১৪ রান। ক্রিজে আছেন মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম। ৩৭তম ওভারে একশ রান করার পর ৭ রান যোগ করেই প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। শাহিন আফ্রিদির তৃতীয় শিকার হওয়ার আগে তার সংগ্রহ ২৫ রান। উইকেটে লিটন দাস আসার পর দ্রুত ঘুরতে থাকে রানের চাকা।
সাইফ হাসান ও তামিম ইকবাল বিদায় নেন প্রথম ১০ বলেই। ৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন মুমিনুল হক। তাকে উপযুক্ত সঙ্গ দেন নাজমুল হোসেন। মুমিনুল ফিরে গেলেও নাজমুল দাঁত কামড়ে পড়ে ছিলেন ক্রিজে। প্রথম হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে লাঞ্চে যান বাঁহাতি ব্যাটসম্যান, ১০৪ বলে ৬ চারে ৪৪ রান ছিল তার। অন্য প্রান্তে ১৭ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।
বিডি-প্রতিদিন/শফিক