আবারও মেয়ে সানার খোঁচা হজম করতে হল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলিকে।
লন্ডনগামী বিমানে বসে সৌরভ ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন- “আরও একটি গন্তব্য।” সৌরভের ইনস্টাগ্রাম পোস্টে সানা মন্তব্য করেন তির্যক সুরে।
তিনি লেখেন, “যেখানে আমাকে ছাড়াই তুমি খুশি মনে চলে যাও।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভকে বিব্রত করা অবশ্য এই প্রথম নয় সানার। এর আগেও এমনটা করেছেন তিনি। এর আগে রবিবার ছুটির দিনে কাজ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সৌরভ আক্ষেপ প্রকাশ করলে সেই পোস্টে মজা করে কমেন্ট করেন সানা- “অনুমান করো কে কোন কাজ করছে না এবং বেলা বারোটা পর্যন্ত বিছানায় রয়েছে, অনেক দূর যেতে হবে বাবা।”
বিডি প্রতিদিন/কালাম