সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। এজন্য পিসিবিকে ধুয়ে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান।
৪২ বছর বয়সী এ পাকিস্তানি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের কাঠামো নতুন করে গড়ে তুলতে হবে। পিসিবি জানেই না কী করা উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষা ও তাদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে।’
এছাড়াও বিশ্বকাপে ভারতের কাছে যুবাদের হার নিয়ে বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এভাবে হারা খুব দুঃখজনক। আমি বিশ্বাস করি, বিরোধী দল খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে।’
ইউনিস আরও বলেন, ‘পাকিস্তানের যুব ক্রিকেটারদের আরো বেশি সুযোগ-সুবিধা দেয়া উচিত। তাদের উন্নতির জন্য স্কিল নিয়ে কাজ করা উচিত। আমাদের তরুণদের বিদেশে খেলার আরো বেশি সুযোগ করে দিয়ে উচিত। আর তাদের খেলা সরাসরি দেখানো উচিত।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ