ফের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ। পাকিস্তানে ব্যর্থ টি-টোয়েন্টি সিরিজের পর চলতি বিসিএলেও নিজের প্রথম ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন দ্য ফিজ। তবে দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন মধ্যাঞ্চলের বিস্ময় এই পেসার। ৪ উইকেট নিয়ে উত্তরাঞ্চলকে ধসিয়ে দিয়েছেন তিনি!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চের ঠিক আগে ১৬৬ রানে গুঁড়িয়ে যায় ৩ উইকেটে ৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে উত্তরাঞ্চল। আগের দিন এক উইকেট নেওয়া মধ্যাঞ্চলের মুস্তাফিজ এদিন নিয়েছেন আরও তিন উইকেট। চারটি উইকেট নিতে তাকে গুণতে হয়েছে ৬৮ রান।
উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল সাত নম্বরে নামা আরিফুল হক। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ৭৮ বলে আট চারে ৫০ রান করেন তিনি। আগের দিন ৪৭ রান করেছিলেন ওপেনার জুয়াদে সিদ্দিকি।
মুস্তাফিজের চার উইকেট ছাড়াও দুটি উইকেট নিয়েছেন তার সতীর্থ স্পিনার আরফাত সানি। ১০ রানে দুটি উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নেন শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শুভাগত হোম।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        