পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের আদালত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের দায়ে তাকে এ কারাদণ্ড দেয়া হয়। বিপিএলে ২০১৬ ও পিএসএলে ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে জামশেদের বিরুদ্ধে।
নাসির জামশেদ বিপিএলে অন্য ক্রিকেটারদের ফিক্সিংয়ে উদ্বুদ্ধ করতে নাকি ঘুষও দিয়েছিলেন। যদিও গত বছরের শেষের দিকে তিনি অভিযোগ স্বীকার করেন। নাসির জামশেদের ভাষ্যমতে, বিপিএলে ফিক্সিংয়ে বাংলাদেশের ৩ জন ক্রিকেটার তাকে সহযোগিতা করেছেন। যদিও তাদের নাম প্রকাশ হয়নি। এদিকে, এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিক্সিংয়ের দায়ে নাসির জামশেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার