দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ রবিবার যুব বিশ্বকাপে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। যুবা টাইগারদের প্রথম ফাইনাল হলেও ভারতের ষষ্ঠ, টানা তৃতীয়। এর আগে তারা ৬ বার ফাইনাল খেলে মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও ভারত। এবারও দুর্দান্ত এক দল নিয়ে তারা দক্ষিণ আফ্রিকায় গেছে। তবে এটা তো ঠিক যে, ভারতের যুব দল যদি ‘বুনো ওল’ হয়, বাংলাদেশের যুবারা নিঃসন্দেহে ‘বাঘা তেঁতুল’!
তাই তো ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ভারতীয়দের দেওয়া লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে পরে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ফাইনালে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ