দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ রবিবার যুব বিশ্বকাপে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। যুবা টাইগারদের প্রথম ফাইনাল হলেও ভারতের ষষ্ঠ, টানা তৃতীয়। এর আগে তারা ৬ বার ফাইনাল খেলে মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও ভারত। এবারও দুর্দান্ত এক দল নিয়ে তারা দক্ষিণ আফ্রিকায় গেছে। তবে এটা তো ঠিক যে, ভারতের যুব দল যদি ‘বুনো ওল’ হয়, বাংলাদেশের যুবারা নিঃসন্দেহে ‘বাঘা তেঁতুল’!
তাই ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ফাইনালে নিজেদের একাদশে একটি পরিবর্তন আনে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে অভিষেক দাস আজ মাঠে নেমেছেন। তবে অপরিবর্তিত আছে ভারতের একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে ভারত। যার ফলে শিরোপা জিততে ভারতীয়দের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে টাইগার যুবাদের।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় ভারত। প্রথম ৬ ওভারে মাত্র ৮ রান করে ভারত। এরপর ৭ম ওভারে এসে প্রথম উইকেটের পতন ঘটে ভারতের। তবে প্রথম উইকেট হারানোর পর ভারতের দুই ব্যাটসম্যান জসওয়াল ও তিলক মিলে উইকেট কামড়ে পড়ে থাকেন।
২৫ ওভারের পর থেকে রান তোলার দিকে নজর দেয় ভারত। দলের রান যখন ১০৩ তখন তিলকের বিদায়ে বড় ধাক্কাই খায় দলটি। আউট হওয়ার আগে তিলকের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৩৮ রানের ইনিংস। এরপর দলীয় ১১৪ রানে অধিনায়ক প্রিয়মকে (৭) হারায় ভারত। সতীর্থদের যাওয়া-আসার মাঝে একাই লড়াই করতে থাকেন জসওয়াল। কিন্তু সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। তার ১২১ বলে ৮৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ১ ছক্কায়।
জসওয়ালকে বিদায়ে দেওয়ার পরের বলেই সিদ্ধেশ ভীরকে শূন্যহাতে সাজঘরে ফেরেন। এরপর রানআউটের শিকার হয়ে বিদায় নেন উইকেটরক্ষক ধ্রুব জুয়েল (২২)। রান আউট হন রবিও (২)। এরপর অথর্ব (৩) সাজঘরে ফেরেন। কার্তিক তিয়াগিকে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর শেষ উইকেট হিসেবে আউট হোন সুশান্ত মিশ্র (৩)। ১ রানে অপরাজিত ছিলেন আকাশ সিং।
বাংলাদেশের পক্ষে অভিষেক ৩টি, তানজিদ হাসান সাকিব ও শরিফুল হাসান ২টি, রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন। ভারতের দুইজন ব্যাটসম্যান রানআউটের শিকার হন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        