অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখিয়েছিল টাইগার যুবারা। উদ্বোধনী জুটিতে মাত্র ৮.৫ ওভারে দলীয় হাফসেঞ্চুরি তুলে নেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। তবে এরপর ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আসে দুর্দান্ত খেলতে থাকা ইমন চোট পেয়ে মাঠ ছাড়া।
এ রিপোর্ট খেলা পর্যন্ত ২১.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।রবি বিষ্ণু একাই চার উইকেট তুলে নেন। তানজিদ ব্যক্তিগত ১৭ রানে বিদায় নেন। বোল্ড হন সেমিফাইনালে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত ২৫ রানে অপরাজিত ইমন চোট পেয়ে মাঠ ছেড়েছেন। পরে শাহাদাত হোসেন ও শামীম হোসেনও ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন।
এর আগে, শুরু থেকেই বাংলাদেশের যুবাদের নিয়ন্ত্রিত বোলিং সামলে রান তুলতে হিমশিম খেয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। শেষেও অভিষেক দাস-শরীফুল ইসলামদের বোলিংয়ের সামনে ধুঁকেছে তারা। মাঝখানে কেবল ওপেনার যশস্বী জসওয়াল ও তিলক ভার্মা যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাতেও বড় সংগ্রহ পায়নি ভারত। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে ভারত।
বিডি-প্রতিদিন/মাহবুব