প্রায় এক বছর পর শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দলে ডাক পেলেন মারকুটে পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা।
ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য থিসারাকে দলে ডেকেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
সবশেষ গতবছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার।
এছাড়াও লঙ্কান টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডানহাতি পেসার নুয়ান প্রদীপ এবং স্পিন বোলিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়াও। দলে জায়গা পাননি ভানুকা রাজাপাকশে এবং ওশাদা ফার্নান্দো। ইনজুরির কারণে এ সিরিজেও দলে নেই আরেক ওপেনার দানুশকা গুনাথিলাকা।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৪ মার্চ। পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম ম্যাচটি। পরে একই মাঠে ৬ মার্চ হবে সিরিজের শেষ ম্যাচ। তার আগে ১ মার্চ হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড
লাসিথ মালিঙ্গা, আভিশকা ফার্নান্দো, কুশল পেরেরা, শেহান জয়াসুরিয়া, নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ এবং লাহিরু কুমারা।
বিডি প্রতিদিন/কালাম